খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬: ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার মেহারী ইউনিয়নের যমুনা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- তাঁরা মিয়া (৬০), পেরা মিয়া (৫৫) ও গোলাম হাক্কানী (২০)। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের যমুনা গ্রামের বাসিন্দা হাজী ফুল মিয়ার একটি পুকুর ও বাড়ির জায়গা জোরপূর্বক দখলে নেয়ার পায়তারা করছিল তারই প্রতিবেশী বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া নানা সময় ফুল মিয়াকে হুমকি ও ভয়ভীতিও প্রদর্শন করেছেন বলে অভিযোগ করেন ফুল মিয়া। এসব ঘটনায় ফুল মিয়া বাদী হয়ে বাচ্চু মিয়াকে প্রধান আসামি করে গত ১৮/০৮/২০১৫ ইং তারিখে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার বাকি আসামিরা হলেন- মেহারী ইউনিয়নের যমুনা গ্রামের পূর্বপাড়ার মৃত আবদুল গফুরের ছেলে মো. বশির মিয়া, বজলু মিয়ার ছেলে হানিফ মিয়া, মৃত আনছর আলীর ছেলে বজলু মিয়া।
আদালত মামলাটি বিচারধানীন থাকা অবস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। অভিযুক্তরা আদালতের নিষেধাজ্ঞা জারির আদেশ পেয়ে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরই জের ধরে শুক্রবার সকালে বাচ্চু মিয়া তার কয়েকজন সমর্থকরে নিয়ে ফুল মিয়ার বাড়ির কিছু গাছ কাটতে গেলে ফুলমিয়ার ভাই তাঁরা মিয়া ও পেরা মিয়া তাতে বাধা দেন। এরপর বাচ্চু মিয়া ও তার সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করেন। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কসবা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ফুল মিয়া।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, এ বিষয়ে থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।