খোলা বাজার২৪, শনিবার, ০২ জুলাই ২০১৬: গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানের নাম ছিল ‘অপারেশন থান্ডার বোল্ট’।
শনিবার দুপুরে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেন, অভিযানে হামলাকারীদের মধ্যে ৬ জন নিহত হয়েছে। হামলাকারী একজনকে জীবিত আটক করা হয়। ৭টা ৪০ মিনিট থেকে শুরু হওয়া অভিযানে ১২-১৩ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের নির্মূল করা হয়। অভিযান শেষে ওই ক্যাফের ভেতরে ২০টি মৃতদেহ পাওয়া গেছে। তাদের রাতেই ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়। এই ২০ জনের পরিচয়ে নিশ্চিত করা হয়নি। তাদের পরিচয় নিশ্চিত হতে ০১৭৬৯০১২৫২৪ এই নম্বরে যোগাযোগ করতে বলেন ব্রিগেডিয়ার আশফাক। তিনি বলেন, নিহত জিম্মিদের মরদেহের ময়নাতদন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে সম্পন্ন করা হবে।
রেস্তোরাঁ থেকে তিনজন বিদেশী নাগরিকসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেয়া কোন সদস্য হতাহত হননি বলে উল্লেখ করেন এই সেনা কর্মকর্তা। সাংবাদিকদের কাছে সরবরাহ করা লিখিত বক্তব্যে নিহত জিম্মিদের সবাই বিদেশী বলে উল্লেখ করা হয়েছে।