Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪, শনিবার, ০২ জুলাই ২০১৬: গুলশানের ‘হলি আর্টিজান বেকারি’ রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পর ঢাকাজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
কয়েকস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে রেস্টুরেন্টকেন্দ্রিক ৪ কিলোমিটার এলাকাজুড়ে।
প্রশাসনের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে হামলার পর শনিবার ভোররাতের দিকে এ অ্যালার্ট জারি করা হয়। এছাড়া রাজধানীর সকল স্থানে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন আইজিপি।
এদিকে শনিবার সকালে উদ্ধারে অভিযান শুরুর ৪৫ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে এসে গেছে।
র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ ঘটনাস্থলে সংবাদমাধ্যমকে জানান, ভেতরে পাঁচজন মারা গেছে। ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিহত ও উদ্ধার করা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতরা সন্ত্রাসী নাকি জিম্মি তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।