খোলা বাজার২৪, শনিবার, ০২ জুলাই ২০১৬: রাজধানীর গুলশানে হলি আর্টিজেন রেস্টুরেন্টে জিম্মি উদ্ধার অভিযানের বিষয়ে শনিবার দুপুর সাড়ে ১২টায় প্রেস ব্রিফিং করবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
সেনাসদরের অফিসার্স মেসে এ প্রেস ব্রিফিং হবে বলে শনিবার সকালে আইএসপিআর’র পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। যদিও প্রথমে প্রেস ব্রিফিংয়ের সময় বিকেল সাড়ে ৩টা নির্ধারণ করেছিলো আইএসপিআর। পরে সময় পরিবর্তন করা হয়।
এ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জিম্মি উদ্ধার অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
শুক্রবার রাত পৌঁনে ৯টার দিকে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা করে অবস্থানকারীদের জিম্মি করে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী।
খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। মোকাবেলার জন্য এগিয়ে গেলে অস্ত্রধারীদের হামলায় ডিবি উত্তরের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম এবং বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ নিহত হন।
শুক্রবার মধ্যরাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রেস্তোঁরায় অভিযানের প্রস্তুতি নিতে শুরু করেন। আর্টিজান রেস্টুরেন্টে বিদেশিসহ জিম্মিদের উদ্ধার করতে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো ফোর্স শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে অপারেশন শুরু করে। ৮টা ১৫ মিনিটে অপারেশন শেষ হয়। ৩৫ মিনিটের অপারেশনে পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াত ও নৌ-বাহিনীর কমান্ডোদের সমন্বিত টিম ব্যাকআপ দেয় সেনাবাহিনীর টিমটিকে।
অভিযানে ৫ জনের লাশ উদ্ধার করা হয়।