খোলা বাজার২৪, শনিবার, ০২ জুলাই ২০১৬: কাপাসিয়া গাজীপুর: নৗকা স্বাধীনতার প্রতীক। এই নৌকা বঙ্গবন্ধু বঙ্গতাজের নৌকা। নৌকায় ভোট দিলে বিনা টাকায় বিদ্যুত পাওয়া যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ বছরের মধ্যে সবার ঘরে বিদ্যুৎ পৌছে দিবে। গত ১ জুলাই শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার নামিলা ফাজিল মাদরাসা মাঠে পল্লী বিদ্যুতের নতুন লাইন উদ্বোধন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে সিমিন হোসেন রিমি এম পি এসব কথা বলেন।
সিংহশ্রী ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম কাইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মজিবুর রহমান মিলনের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক এম পি উপজেলা আ’লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কাপাসিয়ার ডিজিএম সেলিনা আকতার, বিদ্যুতের এলাকা পরিচালক নূরুল হক বি এস সি, চেয়ারম্যান মানছুর ভুইয়া, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন আকবর মন্জু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রমুখ।
ডিজিএম সেলিনা আকতার জানান, নামিলা ও নর্দা গ্রামে ৩০ লক্ষা টাকা ব্যায়ে ৪ কিলোমিটার বিদ্যুৎ লাইনে ১৭৩ জন গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে। তিনি সবাইকে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের এবং বিদ্যুতের লাইনে লেগে থাকা গাছ কেটে ফেলার অুনরোধ করেন।
সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ বলেন, আ’লীগ একটি শক্তিশালী সংগঠন। এখানে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবেনা। ইউপি নির্বাচনে যারা বিরোধিতা করেছে তাঁদের নতুন করে তওবা করে আ’লীগে আসতে হবে।
আ’লীগ নেতা মজিবুর রহমান বলেন, এই এলাকায় আগে বিদ্যুৎ ছিলোনা। বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ঘরে ঘরে বিদ্যুত পৌছে দিছে। তিনি আরও বলেন, ভোট পেতে হলে মানুষের মন জয় করতে হবে।