খোলা বাজার২৪, শনিবার, ০২ জুলাই ২০১৬: রাজধানীর গুলশানে জঙ্গি হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ সময় সব সংকটে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা শনিবার বিকালে ঢাকায় ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান।
হর্ষবর্ধন শ্রিংলার আগামী ৪-৮ জুলাই ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু গুলশানে জঙ্গি হামলার ঘটনায় তিনি তার ছুটি সংক্ষিপ্ত করে শনিবারই ঢাকায় ফেরেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজেন নামে একটি রেস্টুরেন্টে একদল বন্দুকধারী হামলা চালায়। এ সময় বিদেশীসহ বেশ কয়েকজনকে জিম্মি করে তারা।
এ ঘটনায় শনিবার সকালে কমান্ডো অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে ছয় বন্দুকধারী নিহত হয়। আটক করা হয়ে একজনকে। পরে ওই রেস্টুরেন্টে থেকে ২০ জন জিম্মির লাশ উদ্ধার করা হয় যাদের সবাই বিদেশী নাগরিক।
নিহত বিদেশীদের মধ্যে তারুশি জৈন নামে এক ভারতীয় নারী রয়েছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
জিম্মি সংকটের ঘটনায় বাংলাদেশের দুই পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন।