Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

igp-bnখোলা বাজার২৪, রবিবার, ৩ জুলাই ২০১৬: রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনার দুটি মামলা করবে পুলিশ। রোববার ইউনাইটেড হাসপাতালে আহত পুলিশ সদস্যদের পরিদর্শন শেষে আইজিপি শহিদুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

আইজিপি শহিদুল ইসলাম বলেন, শিগগিরই এ বিষয়ে গুলশান থানায় দুটি মামলা দায়ের করবে পুলিশ। পুলিশের নবগঠিত ‘কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট’ (সেটি) এ মামলার তদন্ত করবে।

শুক্রবার দিবাগত রাতে গুলশান-২ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় দেশি-বিদেশি ২০ জন নিহত এবং দুই পুলিশ সদস্য শাহাদাতবরণ করেন। নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতের নাগরিক রয়েছেন। বাকি তিনজন বাংলাদেশি।

এছাড়া পুরো ঘটনায় আহত ২২ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। আইজিপি শহিদুল ইসলাম আজ (রোববার) তাদের খোঁজখবর নিতে হাসপাতালে যান।