খোলা বাজার২৪, সোমবার, ৪ জুলাই ২০১৬: অবসর ভেঙে আর্জেন্টিনা জাতীয় দলে ফিরে আসবেন লিওনেল মেসি; এই প্রত্যাশায় রয়েছে গোটা ফুটবল বিশ্ব। তবে মেসি নিশ্চুপ। অবসরের ঘোষণা দেওয়ার পর থেকে একদমই চুপ মেরে গেছেন তিনি। যা তার ভক্তদের অস্থির করে তুলেছে। তাই তো বাংলাদেশ সময় রবিবার (৩ জুলাই) আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় নেমে এসেছে হাজারো মেসি ভক্ত। অভিমান ভুলে ফের আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসার জন্য মেসিকে অনুরোধ জানিয়েছেন এই আর্জেন্টাইন ভক্তরা।
এদিকে, মেসি এমন আকস্মিক অবসর নেওয়ার পর তোপের মুখেই পড়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। অনেকেই অভিযোগ করছেন, এএফএর ভুল আর নানান ব্যর্থতার কারণেই অভিমানী মেসি এভাবে অল্প বয়সেই জাতীয় দলকে বিদায় জানিয়েছেন। এই অভিযোগকারীদের মধ্যে আর্জেন্টিনার বিশ্বখ্যাত তারকা কার্লোস তেভেজও রয়েছেন।
গত মাসে কোপা আমেরিকা ফুটবলের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারার পর হুট করেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন মেসি। তার এমন সিদ্ধান্ত আর্জেন্টিনাসহ গোটা ফুটবল বিশ্বকেই বিস্মিত ও ব্যথিত করে তোলে। পেলে, ম্যারাডোনার মতো কিংবদন্তি ফুটবলার ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট থেকে শুরু করে বিশ্বজুড়ে ভক্তরা মেসিকে সিদ্ধান্ত পাল্টে ফের আন্তর্জাতিক ফুটবলে ফেরার অনুরোধ জানিয়ে চলেছে ক্রমাগত। এরই অংশ নিসেবে বুয়েন্স আয়ার্সের রাস্তায় রীতিমতো মিছিল করেছে হাজার হাজার আর্জেন্টাইন ভক্ত। বৃষ্টির মধ্যে ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড-মেসির ছবি ইত্যাদি নিয়ে রাস্তায় মিছিল করতে করতে বারবার মেসিকে অবসর ভাঙার আকুল আবেদন জানিয়েছে এই সকল ভক্তরা।
তাদের সকলের কণ্ঠে ঝরেছে একটাই অনুরোধ-প্লিজ, মেসি চলে যেয়ো না।
এদিকে, মেসি অবসর নেওয়ার পর এএফএ কর্মকর্তাদের বাক্যবাণে জর্জরিত করতে শুরু করেছেন অনেকেই। তাদের দাবি, মেসির মতো একজন বিশ্বখ্যাত ফুটবলারকে কিভাবে ম্যানেজ করতে হয় তা জানা নেই এএফএর। নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত এএফএ কর্মকর্তারা। তাদের দুর্নীতি আর অযোগ্যতার কারণে আর্জেন্টিনা জাতীয় দল সত্যিকারভাবে একটি চ্যাম্পিয়ন দলে পরিণত হতে পারছে না। আর সেই ক্ষোভেই শেষ অব্দি নিজ দেশের জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন মেসি।