খোলা বাজার২৪, সোমবার, ৪ জুলাই ২০১৬: বিএনপির সঙ্গে ঐক্য হতে হলে তাদের জামায়াতের সঙ্গ ছাড়তে হবে, সরকারি দল আওয়ামী লীগের নেতারা এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ধরনের শর্ত দেওয়া থেকে বোঝা যায় সরকার জাতীয় ঐক্য গড়তে আগ্রহী নয়।
আজ সোমবার সকালে আর্মি স্টেডিয়ামে হলি আর্টিজাল রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহতের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, দেশের এই পরিস্থিতিতে সব কিছুর উর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনে হলি আর্টিজানের ঘটনার কথা উল্লেখ করে বলেন জাতির এই ভয়াবহ সময়ে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তবে গতকালই আওয়ামী লীগের নেতারা খালেদা জিয়ার এই আহ্বানকে নাকচ করে দেন। তাঁরা বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়লে বিএনপির সঙ্গে ঐক্য করার বিষয়টি বিবেচিত হতে পারে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে মির্জা ফখরুলের নেতৃত্ব দলের জ্যেষ্ঠ নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাঁরা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় তিন বাংলাদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।