খোলা বাজার২৪, সোমবার, ৪ জুলাই ২০১৬: আজ সোমবার বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে নগরী ওসমানী উদ্যানের সামনে সংগঠনের সভাপতি মহিউদ্দীন আহমেদ নেতৃত্বে একটি দল দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন।
ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি মহিউদ্দীন আহমেদ দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান। তিনি বিত্তবানদের উদ্দেশ্যে বলেন, “আসুন আমরা আমাদের সমাজের দুস্থদের সাহায্য করে তাদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিই।”
এর পূর্বে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের পক্ষ থেকে সকাল ১০:৩০ টায় আর্মি স্টেডিয়ামে গুলশান হামলায় নিহতদের শ্রদ্ধা জানানো হয়। -বিজ্ঞপ্তি