খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জুলাই ২০১৬: টঙ্গীবাড়ীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ৩ জুলাই রোববার রাত ১২ টায় টঙ্গীবাড়ী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেট থেকে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে।
টঙ্গীবাড়ী থানার এসআই জাহাঙ্গীর জানান, হাসপাতাল কর্তৃপক্ষের খবর পেয়ে তিনি অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা করেন। সোমবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীরা জানিয়েছেন, ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি থাকা কোন রোগী নন।