খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জুলাই ২০১৬: ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব মুন্সীগঞ্জ (এ্যাম) এর ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই মুন্সীগঞ্জ শহরের একটি অভিজাত রেস্তোরায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব মুন্সীগঞ্জ (এ্যাম) এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো.কাজী শামীম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাজিব নন্দি, ইঞ্জিনিয়ার শাহাজাদুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার সজিব বনিক, ইঞ্জিনিয়ার নোমান, ইঞ্জিনিয়ার মিজান, ইঞ্জিনিয়ার সোহাগ, ইঞ্জিনিয়ার পাবেল, মুন্সীগঞ্জ সাংবাদিক সোসাইটির সদস্য সচিব অ্যাডভোকেট মু.আবুসাঈদ সোহান, জাতীয় অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জ জেলার সভাপতি আব্দুস সালাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন ও আলোর প্রতিমা সম্পাদক মাহবুব আলম জয় প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় ভয়াবহ হামলার ঘটনার নিন্দা ও ক্ষোভ জানানো হয়। নিহতের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া এলাকার উন্নয়নে ও গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করা হয়।