Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জুলাই ২০১৬: মৌলভীবাজারে এলাপাতাড়ি হামলায় ৩ সন্তানের জননী খেলা বেগম (৩০) ও তার দেবর সুন্দর মিয়া (৩৫) আহত হয়েছে সোমবার ৪ জুলাই সকালে। এ রির্পোট লেখা পর্যন্ত কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আহত খেলা বেগম ও সুন্দর মিয়া মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে- কমলগঞ্জ উপজেলার বিক্রমকলস গ্রামের মোঃ আজিম উল্লার পুত্র মোঃ মখলিছ মিয়া, মোঃ গফুর মিয়া, মোঃ আকলিছ মিয়া, গফুর মিয়ার পুত্র শিপন মিয়া, মখলিছ মিয়ার পুত্র মহসিন মিয় ও চেরাগ মিয়ার পুত্র লিটন মিয়া গাভীর ঘাস খাওয়াকে কেন্দ্র করে ৩ সন্তানের জননী খেলা বেগম (৩০) এর উপর হামলা চালায়। এ সময় খেলা বেগম এর হাল্লা চিৎকার শুনে এগিয়ে আসলে তাদের এলোপাতাড়ি হামলায় দেবর সুন্দর মিয়া (৩৫) আহত হন । এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।