খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জুলাই ২০১৬: যশোর : যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তদের গুলিতে হাসান আলী (৪৮) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা উপজেলার গদখালি মঠবাড়ি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে দুর্বৃত্তরা তার বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্যা খবির আহমেদ জানান, সকালে দুর্বৃত্তরা আওয়ামী লীগ কর্মী হাসানের বাড়িতে গিয়ে তাকে ডেকে গুলি করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় বিরোধের জের ধরে হাসান আলী নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে। নিহত হাসান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রবিউল হত্যাকান্ডসহ একাধিক হত্যা মামলার আসামি। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।