Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Mobarak-Picture-Pabna-04-07খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জুলাই ২০১৬: মোবারক বিশ্বাস ঃ ঈদ মানে আনন্দ আর ঈদের এই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে ঈদ সামগ্রি বিতরণ করেছে পাবনার তরুন ব্যবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিবিদ আব্দুল্লাহ আল মামুন। মোহনা এন্টারপ্রাইজের কর্নধার ও সদর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সকাল থেকে নুরপুর, রামানন্দপুর, বিলভাদুরিয়া, সিংগা, গাছপাড়া, ভবানীপুর, ও ময়দান পাড়ার শত শত নারী পুরুষদের মাঝে ২কেজি চাউল, ১কেজি চিনি, ৫শ গ্রাম দুধ ও ১ কেজি করে সেমাই বিতরন করেন। এ ছাড়া অতি দরিদ্র ৩ শতাধিক নারী পুরুষদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরন করেন। মামুন জানান, তার এই উদ্যোগের সার্বিক সহযোগীতা করেছেন ইউনিভার্সাল গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন। তিনি সোহানী হোসেনের দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন। ঈদ সামগ্রি বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানবাধিকার সংরক্ষন পাবনা জেলার সভানেত্রী মোছাঃ খোদেজা খাতুন, এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও অন লাইন প্রেসক্লাব পাবনার সদস্য সচিব মোবারক বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মান্নাফ তালুকদার, মালঞ্চি ইউনিয়নের নব নির্বাচিত মেম্বার দুলাল হোসেন, মালিগাছা ইউনিয়নের মেম্বার রুমন ইব্রাহীম, মৌচাক সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান, মালিগাছা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এক সংক্ষিপ্ত বক্তব্যে মামুন বলেন, বিশেষ বিশেষ উপলক্ষ্যে যাদের সামর্থ আছে তারা প্রত্যেকেই যদি তাদের আশে পাশের গরিব অসহায়দের মাঝে সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে গরিবরাও আমাদের মত আনন্দ করতে পারে। তাই বিত্তবানদের প্রতি আমার অনুরোধ সবাই যেন সোহানী হোসেনের মত গরীব অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।