Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জুলাই ২০১৬: মুন্সীগঞ্জ : ‘ঈদের আনন্দ হউক সবার তরে’ এই স্লোগানকে বুকে ধারণ করে জেলা যুবলীগের আয়োজনে দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে মুন্সীগঞ্জের ৬শ হতদরিদ্র ও দু:স্থদের মাঝে চিনি, সেমাই ও সয়াবিন তেল ও আনুসাঙ্গিক ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শহরের বিভিন্ন স্থান থেকে শত শত দু:স্থ ও হতদরিদ্র নারী-পুরুষ ঘুরি ঘুরি বৃষ্টি উপেক্ষা করে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে সমাবেত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দু:স্থ ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মুন্সিগঞ্জ জেলার সভাপতি মো: আক্তার-উজ-জামান রাজিব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি (রাজন), শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রায়হানউজ্জামান রাসেল, যুবলীগ নেতা সাইমুন সামাদ বিন সুমন, মো: রুবেল, মো: জাহাঙ্গীর আলম খনু প্রমুখ।