Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

IMG_20160705_124321_925-(1)খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জুলাই ২০১৬: অমিত পাল, রামপাল বাগেরহাট: বাগেরহাটের রামপালের ফয়লাহাটে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ডট কমের উদ্দ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদেও মাঝে ঈদবস্ত্র বিতরন করা হয়েছে । মঙ্গলবার সকাল ১১টায় ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে ২নং উজলকুড় ইউনিয়ের নবনির্বাচিত চেয়্যারম্যান গাজী আকতারুজ্জামান উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদবস্ত্র তুলে দেন । এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাসুম বিল্লাহ,সাংবাদিক অমিত পাল,ফ্রেন্ডস ডট কমের সভাপতি এম আহমদ রুবেল,সহসভাপতি তারিকুল ইসলাম,সাধারন সম্পাদক মুনাওয়ার রনি,হাসিবুর রহমান রাসেল,শহীদুল ইসলাম,মিরাজুল ইসলাম,আলআমিন,হাসিব,নিয়ামুল হুদা রাজু,আবু জাফর,আব্দুল্লাহ,মোস্তাফিজুর রহমান বুলু,মনজুরুল কাদির,আল হেলাল,রাকিব,হান্নান,ইমদাদুল্লাহ প্রমুখ । ২০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে নতুন জামা বিতরন করা হয়েছে।