Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জুলাই ২০১৬: রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় মামলা করলো পুলিশ। সোমবার রাতে পুলিশ বাদি হয়ে সন্ত্রাস দমন আইনে এ মামলা করে।
মামলায় আবু উমায়ের, আবু সালমা, আবু রাহিক, আবু মুসলিম ও আবু মুহারিব এবং অজ্ঞাত ১৫ জনসহ মোট ২০ জনকে আসামি করা হয়েছে। যদিও পুলিশ এদের নাম আকাশ, বিকাশ, ডন, বাঁধন ও রিপন বলে প্রকাশ করেছে। এই হামলার ঘটনায় আরও কয়েকটি মামলা হবে বলে থানা সূত্রে জানা গেছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া বলেন, মামলার তদন্ত করবে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। মামলায় তারিখ উল্লেখ করা হয়েছে ৪/০৭/১৬। তবে তদন্তের স্বার্থে মামলার নম্বর এই মুহূর্তে বলা সম্ভব নয়।
এদিকে থানা সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার লবার মামলা রেকর্ড করা হবে। মামলা দায়ের করেছেন থানার একজন এসআই। তার নাম জানা যায়নি। তদন্তের জন্য পুলিশের ওই বিশেষ ইউনিটের কাছে মামলাটি হস্তান্তর করা হবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষত হাসনাত করিমকে সন্দেহভাজন হিসেবে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়ার জন্য আদালতে আবেদন করা হতে পারে। গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গিকেও রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় সোমবার পর্যন্ত প্রকাশ করেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আর এ ঘটনায় আরও কয়েকটি মামলা করা হবে। এসব মামলা নিহতদের পরিবারের সদস্যরা করতে পারবেন। ইতোমধ্যে তাদের সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা আলোচনা করেছেন এবং মামলাগুলো কিভাবে করা হবে তারও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে গুলশান ২ নম্বরে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় একদল সন্ত্রাসী। তারা জিম্মি করে সেখানে রাতের খাবার খেতে আসা দেশি-বিদেশি লোকদের। ১৭ বিদেশিসহ ২০ জনকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনা শুরুর ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযানে জিম্মিদের ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং ২০ জন জিম্মির মৃতদেহ পাওয়া যায়। সরকারের পক্ষ থেকে বলা হয়, এই অভিযানে ৬ জঙ্গি নিহত হয় এবং জঙ্গি সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়।