খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জুলাই ২০১৬: দিনাজপুরে পারিবারিক বিরোধ ও নেশায় আশক্ত হওয়ায় স্ত্রী ও শিশু সন্তানকে জবাই করে হত্যা করেছে স্বামী। ঘটনার সাথে জড়িত থাকায় সদর থানার পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। নিহতরা হলেন দিনাজপুর সদর উপজেলা দক্ষিণ জয়দেবপুর গ্রামের মোঃ সোহরাব আলী ভুট্টুর স্ত্রী মোছাঃ বকুল আক্তার (২৯) ও তার শিশু সন্তান মোঃ বিজন বাবু (৫), দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রেদওয়ানুর রহিম জানিয়েছেন গত ৩রা জুলাই রবিবার রাত সাড়ে ১২টায় মোঃ সোহরাব আলী নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে তার স্ত্রী মোছাঃ বকুল আক্তারের সাথে তর্ক বিতর্ক শুরু করে। এক পর্যায়ে সোহরাব আলী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কোপাতে থাকে। স্ত্রীকে হত্যা করার পর তার নিজ সন্তানকে গলা কেটে হত্যা করে। এ সময় বাড়ির অন্যান্য লোকজন ঘটনার বিষয়টি স্থানীয় লোজনকে জানালে তারা এসে সোহরাব হোসেনকে আটক করে। পরে পুলিশকে খবর দেয়। ঐ রাতে দিনাজপুর সদর থানার পুলিশ ঘটনা স্থানে এসে লাশ ২টি উদ্ধার করে এবং ঘাতক সোহরাব কে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ লাশ ২টি দিনাজপুর মর্গে ময়না তদন্ত শেষে আত্বীয়দের কাছে হস্তান্তর করেন। এ ব্যাপারে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আর কিছূ জানা যায় নি।