খোলা বাজার২৪, বুধবার, ৬ জুলাই ২০১৬: গভীর শোক ও শ্রদ্ধায় গুলশানে জঙ্গি হামলায় নিহত ৯ ইতালিয়ানের মরদেহ গ্রহণ করেছেন ইতালির রাষ্ট্রপতি সেরজিও মারতেরেল্লা ।ইতালির পতাকা দিয়ে মোড়া কফিনগুলোতে এসময় বিমানবন্দরে নামিয়ে রাখা হয় রাষ্ট্রপতি সেরজিও মারতেরেল্লাসহ অন্যান্যরা শ্রদ্ধা অর্পণ করেন। তারা কফিনে ফুল দেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।এসময় ইতালির মন্ত্রী সভার সদস্য, রোমের মেয়র, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদৎ হোসেন, নিহতদের স্বজনরা ছিলেন বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার ইতালির সময় বিকেল সাড়ে ৭টার দিকে মরদেহগুলো বিশেষ বিমানে বাংলাদেশ থেকে ইতালির রোমে বিমান বন্দরে এসে পৌছে । এসময় এক শোকাবহ পরিবেশে রোমের আকাশ ভারী হয়ে যায় । বিমান বন্দর থেকে ইতালিয়ান টিভি চ্যানেলগুলো মরদেহ গ্রহণের সংবাদ সরাসরি সম্প্রচার করে ।
গুলশানে ন্যক্কার জনক স্ন্রাসী হামলায় ৯ ইতালিয়ান নিহত হবার পর দেশটির রাষ্ট্রপতি সেরজিও মারতেরেল্লা তার মেক্সিকো সফর সংক্ষিপ্ত করে ইতালিতে ফিরে আসেন ।
শুক্রবার গুলশানে নিহত ৯ ইতালীয়ান হলেনঃ আদেলে পুলিজি, ক্লাউদিয়া দান্তোনা, ক্রিস্তিয়ানো রসি, মার্কো তোন্দাত, নাদিয়া বেনেদিত্তি, সিমোনা মন্তি, ক্লাউদিয় কাপেল্লি, মারিয়া রিবোলি, ভিচেন্সা দালেস্ত্রো।
উদ্ভূত পরিস্থিতিতে বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় পারস্পারিক সহযোগিতা বাড়াতে সোমবার রাতে ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
ঢাকায় শুক্রবার রাতের ওই হামলায় নিহতদের মধ্যে ৯ জন ইতালীয় নাগরিকও ছিলেন। দুই নেতা মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন এশিয়া-ইউরোপ মিটিং বা আসেমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুস্পষ্ট বার্তা দেয়ার বিষয়ে একমত হয়েছেন।
এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় নিহত সাত জাপানির মরদেহ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোররাতে টোকিও পৌঁছেছে। একটি সরকারি বিমানে করে তাদের লাশ দেশে পৌঁছেছে। সেসময় নিহতদের সঙ্গে তাদের স্বজনরা ছিলেন।