Fri. Aug 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪, বুধবার, ৬ জুলাই ২০১৬: বাংলাদেশে ক্রমেই সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে জানিয়ে গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত পাঁচ জঙ্গির একজন নিবরাস ইসলামের ব্যাপারে তদন্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। নিবরাসের ব্যাপারে দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে বলে সংবাদমাধ্যম‘দ্য স্টার’এর এক খবরে জানানো হয়েছে।
গত শুক্রবার গুলশানে স্পানিশ রেষ্টুরেন্ট হলি আর্টিসানে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত পাঁচ জঙ্গির মধ্যে নিবরাস ইসলাম ছিলেন মালয়েশিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তবে তিনি দীর্ঘদিন ধরে ঢাকাতেই অবস্থান করছিলেন।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানার পর নিবরাসের ব্যাপারে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা জেনেছেন ঢাকার রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত এক বা একাধিক অপরাধী বিভিন্ন সময়ে মালয়েশিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। উচ্চশিক্ষা মন্ত্রণালয় এই গুরুতর ব্যাপারটি বিবেচনায় নিয়েছে। তাই এ ঘটনায় তারা তদন্ত করবেন।
মোনাশ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সুশীলা নাইর এক বিবৃতিতে বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত অপরাধীদের মধ্যে দু-একজন আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এটা জানার পর আমরা সচেতন হয়ে উঠি।’
তিনি আরও বলেন, হামলার সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র জড়িত থাকার ব্যাপারে সরকারিভাবে কেউ যোগাযোগ করেনি। শুধু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি সম্পর্কে আমরা তথ্য পাচ্ছি। ঢাকার ওই জঙ্গি হামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই গভীরভাবে ব্যথিত। বাংলাদেশকে তদন্তের ব্যাপারে পূর্ণ সহযোগিতা করা হবে। যদি এ ব্যাপারে আরও তথ্য পাওয়া যায়, তবে মোনাশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশকে হালনাগাদ তথ্য প্রদান করবে।
এদিকে ঢাকার গুলশানে হামলার ঘটনায় মালয়েশিয়ায় অবস্থানকারী বাংলাদেশিরাও উদ্বেগ প্রকাশ করেছে বলে সংবাদমাধ্যমটির খবরে জানানো হয়েছে। মালয়েশিয়া পুলিশও জঙ্গি নিমূলে নতুন করে শপথ নিয়েছে। ইসলামিক স্টেটকে (আইএস) মোকাবেলায় তারা আরো বেশি তৎপর হবে বলে জানিয়েছে।

অন্যরকম