খোলা বাজার২৪, বুধবার, ৬ জুলাই ২০১৬: ভোলা সদরের মহাপ্রভুর মন্দিরের পুরোহিত জগদানন্দ ব্রহ্মচারীকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
মন্দির কমিটির সদস্য নীহার কুমার মজুমদার বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মন্দিরের প্রণামী বক্স খোলার পর হাতে লেখা একটি চিঠি পাওয়া যায়। এতে লেখা আছে- ‘সাবধান থেকে কি করবি। প্রাণে বাঁচতে পারবি না। তোরাও তোরাও মরবি। জবাই কোরবো জবাই।’
এ মন্দিরে পূজা-অর্চনা করেন পুরোহিত জগদানন্দ ব্রহ্মচারী।
এ ব্যাপারে ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।