Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০১৬: সৌদি আরবে অবস্থিত মুসলমানদের পবিত্র কাবাঘর ধ্বংস করে দেয়ার হুমকি দিয়ে টুইটারে বার্তা দিয়েছে ইসলামিক স্টেট বা আইএসের এক সদস্য। খবর মার্কিন গণমাধ্যম- হাফিংটন পোস্টের।
পরে ওই টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। হুমকিদাতা নিজেকে আইএসের সদস্য বলে উল্লেখ করলেও তা যাচাই করা সম্ভব হয়নি।
হুমকিদাতার নাম ‘আবু তোরাব আল মুগাদাসি’ বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
টুইটে বলা হয়- মানুষ মক্কায় আল্লাহর বদলে পাথরকে উপাসনা করতে যায়। মুসলমানরা কাবা ঘরে পাথরের উপাসনা করে। আল্লাহর ইচ্ছায় পাথরের উপাসনাকারী ও কাবা ঘরকে ধ্বংস করা হবে।