Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখোলা বাজার২৪, শুক্রবার, ৮ জুলাই ২০১৬: চট্টগ্রাম, মোংলা, বেনাপোল, পানগাঁও এবং কমলাপুর অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) এলাকার শুল্ক কার্যালয়ের বিভিন্ন ব্যাংকের শাখা খোলা থাকবে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার।
বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংককে আমদানি-রপ্তানি কার্যক্রমে শুল্ক সুবিধা প্রদানে শুল্ক কার্যালয়গুলোতে অবস্থিত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা এ দুদিন খোলা থাকবে।
ঈদুল ফিতর ও ঈদ ছুটিকালীন ব্যবসায়ী সংগঠনের ব্যাংকিং সেবা গ্রহণের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দেয়।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিজ নিজ শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে খোলা রাখার পরামর্শ দিয়েছে। সংশ্লিষ্ট ব্যাংক শাখার কর্মীদের ছুটির সময় অতিরিক্ত কাজের ভাতা দিতেও বলেছে কেন্দ্রীয় ব্যাংক।