বাংলাদেশের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারতখোলা বাজার২৪, শুক্রবার, ৮ জুলাই ২০১৬: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দৃঢ়ভাবে কাজ করবে।
আজ শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে পাঠানো চিঠিতে সুষমা স্বরাজ এ কথা বলেন।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, চিঠিতে সন্ত্রাসবাদ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
চিঠিতে সুষমা স্বরাজ বলেন, ‘সর্বস্তরে সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের জিরো টলারেন্স নীতি ও একটি সমন্বিত উদ্যোগ নিতে হবে।’
সুষমা স্বরাজ বলেন, ‘গুলশানে হলি আর্টিজানে কাপুরুষোচিত হামলায় নির্দোষ মানুষের প্রাণহানির সংবাদে আমি অত্যন্ত মর্মাহত।’
সুষমা স্বরাজ এ ঘটনার তীব্র নিন্দা জানান। নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে এ ঘটনায় আহতদের দ্রুত সুস্থ কামনা করেন সুষমা স্বরাজ।
সুষমা স্বরাজ বলেন, ‘বিষয়টি দেখিয়ে দিল সন্ত্রাসবাদের কোনো ধর্ম কোনো বিশ্বাস নেই।’
চিঠিতে সুষমা স্বরাজ জানান, হামলার পেছনে দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করে, এ ধরনের পরিস্থিতি যেন না হয় সে ব্যবস্থা করবে বাংলাদেশের সরকার। এ ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
রমজান মাসের মতো পবিত্র মাসে এ ধরনের ঘটনাকে সুষমা স্বরাজ দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার শোলাকিয়া ও গুলশানে হামলার ঘটনার তদন্তে সহায়তা করতে বোমা বিশেষজ্ঞ পাঠিয়েছে ভারত। সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ‘সন্ত্রাস আক্রান্ত’ বাংলাদেশে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে।
গত শুক্রবার গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৭ জন বিদেশিসহ ২৮ জন নিহত হন।
এর এক সপ্তাহের মাথায় গতকাল বৃহস্পতিবার ঈদের দিন দেশের বৃহত্তম ঈদের জামাত শোলাকিয়ায় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হন।