খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জুলাই ২০১৬: দেশের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন এরশাদ ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
শুভেচ্ছা বিনিময় শেষে দলের নেতাকর্মীদের একটি গান গেয়ে শোনান বিরোধীদলীয় নেতা।
নিজের বক্তব্যে এরশাদ বলেন, সন্ত্রাস এবং জঙ্গিমুক্ত না করতে পারলে দেশের মানুষের মুখে হাসি আসবে না। দেশের মানুষ এখন শান্তি চায় বলেও মন্তব্য করেন এরশাদ।
‘আমরা শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশি মানুষ শান্তিপ্রিয়। আমরা অশান্তি চাই না। আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমাদের দেশে আগে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভাই ভাই হিসেবে বাস করেছি। আবার সেই অবস্থা ফিরে আসুক। আমরা সবাই ভাই ভাই হিসেবে শান্তিতে বসবাস করি। আল্লাহর কাছে আজকে এই শুভ দিনে এটাই দোয়া চাই’, বলেন এরশাদ।
ওই সময় দলের নেতাকর্মীদের ঈদের শুভচ্ছা জানিয়ে রওশন এরশাদ বলেন, দেশ এবং দেশের মানুষের কথা ভাবে জাতীয় পার্টি।