খোলা বাজার২৪, শনিবার, ৯ জুলাই ২০১৬: গুলশানের আর্টিসান হোটেলে ৯ ইতালীয় নাগরিককে হত্যার আগে নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল হামলাকারী জঙ্গিরা। দেশটির ময়নাতদন্ত রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। বুধবার একটি নির্ভরযোগ্য সূ্ত্েরর বরাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।
খবরে বলা হয়, নিহত ৯ ইতালীয় নাগরিক সবাই কোনো না কোনোভাবে বাংলাদেশের পোশাকশিল্পের সাথে জড়িত ছিল। গত মঙ্গলবার নিহতদের লাশ দেশটির রাজধানী রোমে নেওয়ার পর ময়নাতদন্ত সম্পন্ন হয়। রিপোর্টে বলা হয়, মৃত্যুর আগে কয়েকজনকে ছুরি দিয়ে আঘাত করা হয়। আবার কয়েকজনের শরীরের অঙ্গ বিচ্ছিন্ন করে ফেলা হয়। পরে তারা ধীরে ধীরে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়।
আরও জানায়, ওই হামলার ঘটনায় ইতালীয় নাগরিকরাই বিশেষভাবে টার্গেটে ছিল কিনা সেটাই এখন তদন্ত করছেন রোমের তদন্ত কর্মকর্তারা।
গত শুক্রবার গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলাকারী জঙ্গিদের প্রায় সবাই ছিল শিক্ষিত ও অভিজাত ঘরের সন্তান। হামলায় নিহত ২০ জনের মধ্যে ৯ জন ছিলেন ইতালির নাগরিক।