Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখোলা বাজার২৪, শনিবার, ৯ জুলাই ২০১৬: দীর্ঘ দিনের সম্পর্কে কি তবে এ বার ছেদ পড়তে চলেছে? ইঙ্গিত অন্তত তেমনটাই। দিন দুয়েক আগে স্পেনের আদালতে আইনি হেনস্থার পর মেসির বাবা হোর্হে দেখা করলেন চেলসি-র মালিক রোমান আব্রামোভিচের সঙ্গে। এই ঘটনাতেই উস্কে গিয়েছে জল্পনা। আর্জেন্টিনা দল থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি কোপা আমেরিকা জয় করতে না পারার পরপরই। এবার বার্সেলোনাকেও বিদায় জানাচ্ছেন!
আপাতত আর্জেন্টিনীয় স্টারকে দলে পেতে সপ্তাহে ৮ লাখ ইউরো দিতেও রাজি চেলসি। তা যদি হয়, তবে এটা প্রিমিয়ার লিগের অন্যতম বড় চুক্তি হতে চলেছে। তবে মেসির এমন সিদ্ধান্তে অবাক হননি অনেকে। কারণ, ট্যাক্স ফাঁকির মামলায় বার্সার পক্ষ থেকে তেমনভাবে সহযোগিতা পাননি মেসি। তা নিয়ে পরিবারের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন এই স্টার।
লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস যদিও এই সম্ভাবনার কথা আগেই বলেন, তার কথায়, ‘আমি জানতাম হয়তো সেমি লা লিগা থেকে সরে যেতে পারেন। লা লিগার তরফ থেকে তবে তাকে শুধুমাত্র একটা কথাই বলতে চাই, আমরা বিশ্বাস করি তিনি নির্দোষ।’
এর আগে পেপ গুয়ার্দিওলা ম্যান সিটির দায়িত্ব নেয়ার পর মেসির দিকে ঝাঁপিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত আশা ছেড়ে দেন পেপ। তিনি বলেন, ‘মেসির বার্সায় থাকাই ভালো।’