খোলা বাজার২৪, শনিবার, ৯ জুলাই ২০১৬: ঝিনাইদ: মাগুরার শালিখা উপজেলার চটকাবাড়িয়া গ্রামে বিবাদমান দ’ুগ্রুপের মধ্যে সংঘর্ষে আহত আব্দুল জলিল মোল্লা (৫০) ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল রাতের দিকে দিকে মুত্যু বরন করেছে। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের গফুর মোল্লার ছেলে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন ও নিহতের পরিবার সুত্রে জানাযায়, মাগুরার শালিখা উপজেলার চটকাবাড়িয়া গ্রামে নিহত জলিল মোল্লার জামাতার বাড়ি। সে জামাতা বাড়িতে বেড়াতে জান। সন্ধ্যা ৬ টার দিকে চটকাবাড়িয় গ্রামে বিবাদমান হাকিম বিশ্বাস ও আবুল বিশ্বাস গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে এ সময় জলিল মোল্লা সংঘর্ষ ঠেকাতে গেলে তাকে কুপিয়ে মারাতœক ভাবে আহত করা হয়। আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ঝিনাইদহ থানরার ওসি হাসান হাফিজুর রহমান জানান, নিহত জলিল মোল্লা মাগুরার শালিখা চটকাবাড়িয়া গ্রামে আহত হয়ে ঝিনাইদহ হাসপালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। কি ঘটনায় তিনি নিহত হয়েছেন তা শালিখা থানা পুলিশ জানাতে পাবেন বলে জানান। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি আরও জানান।