Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

natoreখোলা বাজার২৪, শনিবার, ৯ জুলাই ২০১৬: শেখ তোফাজ্জ্বল হোসাইন, নাটোর :নাটোর সদর উপজেলার সুলতানপুর এলাকায় বাসচাপায় আছিরুল ইসলাম ৪৮ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আছিরুল সদর উপজেলার সুলতানপুর এলাকার বাসিন্দা।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিলেন এসময় রাজশাহীগামী অর্মী পরিবহন একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন। এতে নাটোর-রাজশাহী মহাসড়ক যানজটের সৃষ্টি হয়।