খোলা বাজার২৪, শনিবার, ৯ জুলাই ২০১৬: মোঃ আফজাল হোসেন দিনাজপুর :দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আমডুঙ্গির হাট গংগাপ্রসাদ এলাকার ছোট যমুনা নদী থেকে ২০ বছরের অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে এলাকা বাসী।গত ৮ই জুলাই দুপুর সাড়ে ১২ টায় এলাকাবাসী নদীতে একটি লাশ দেখতে পেয়ে ঐ এলাকার ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরীকে খবর দিলে ঘটনা স্থানে গিয়ে লাশটির পরিচয় শনাক্ত করতে না পেরে অবশেষে ঐ দিন বিকাল ৪টায় ফুলবাড়ী থানায় খবর দিলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনা স্থানে এসে লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসেন । গত কাল শনিবার সকালে লাশটি ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠিয়ে দেন।এ ঘটণায় ফুলবাড়ী থানায় একটি ইউ ডি মামলা দায়ের হয়েছে।এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভার প্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান নিহতের শরীরে কোন মারপিটের ক্ষত পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে যে কেবা কাহারা অন্যকায়দায় তাকে হত্যা করে ছোট যমুনা নদীতে ফেলে দেয়।