খোলা বাজার২৪, শনিবার, ৯ জুলাই ২০১৬: রিমন পালিত , বান্দরবান : বান্দরবান সদর-এর বালাঘাটার প্রাণকেন্দ্রে অবস্থিত ‘রংধনু সমাজ কল্যাণ সমিতি’-এর উদ্যোগে অন্যান্য বছরের মতো গত ২ জুলাই ২০১৬ইং তারিখ রোজ- শনিবার,সকাল ১০.০০ ঘটিকায় বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়-এর অডিটোরিয়ামে বান্দরবান পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ড এবং বালাঘাটা কুহালং ইউনিয়নের মোট ১১০টি গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে সেমাই,চিনি,সয়াবিন তেল ও নারকেল বিতরণ করা হয়। সমিতির সভাপতি মোঃ লোকমানুল হক-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। তিনি বলেন,এলাকার গরিব ও দুঃস্থ পরিবারের কল্যাণে সবার এগিয়ে আসা উচিত। রংধনু সমাজ কল্যাণ সমিতির মহৎ উদ্যোগ তিনি অত্যন্ত প্রসংশা করেন। তিনি আরো বলেন পৌর এলাকার শৃংখলা রক্ষা এবং অন্যান্য কাজে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মোজাম্মেল হক বাহাদুর। তিনি বলেন বর্তমান সরকার আমাদের সকলের জন্য বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা রেখেছে যেমন- শিক্ষার উপবৃত্তি, প্রযুক্তির ব্যবহার,মানুষের গড় আয়ু বৃদ্ধি এবং মাথাপিছু আয় বৃদ্ধির কথা উল্লেখ করেন এবং সমিতির উত্তোরত্তর সাফল্য কামনা করেন। আরো যারা বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন তাঁরা হলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল শুক্কুর,মোঃ আবু তাহের সা:সম্পাদক,সিএনজি ও মাহিন্দ্রা মালিক সমিতি),মাওলানা আহাম্মদ কবির,মোঃ ফরিদুল আলম,মোঃ শহীদুল ইসলাম (প্রতিষ্ঠাতা বান্দরবান আইডিয়াল স্কুল)। সমিতির সভাপতি মোঃ লোকমানুল হক তার বক্তব্যে বিগত সময়ের কার্যক্রমের মধ্যে বৃক্ষরোপন অভিযান, কবরস্থান ভরাট, গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও উপবৃত্তি প্রদান,গরিব মেয়ের বিবাহে আর্থিক সহায়তা ও সার্বিক সহযোগীতা প্রদান, ২০১৪ ও ২০১৫ সালে মোট ১৪০টি গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ,মসজিদে গামছা-টুপি বিতরণ বিশেষভাবে উল্লেখ করেন। তাছাড়া তিনি বালাঘাটা এলাকার মানুষের বিভিন্ন সময় সমিতির কার্যক্রমে সহযোগীতা করায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও সমিতির সদস্যদের একান্ত প্রচেষ্টা, সৎ ইচ্ছা ও পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে সকলকে আহবান জানান। অবশেষে “১১০টি গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান-২০১৬” সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়। সমিতির অন্যান্য সদস্যরা হলেন- মোঃ সোহেল রানা (সহ-সভাপতি),মোঃ রুহুল আমিন (সাধারণ সম্পাদক),মোঃ নাজিম উদ্দিন (সহ- সা: সম্পাদক), মোঃ রিয়াদ হোসেন (কোষাধ্যক্ষ), মোঃ এমরানুল হক (সাংগঠনিক সম্পাদক),মোঃ দিদার আলম (সহ-সাং: সম্পা:),মোঃ আব্দুল শুক্কুর (সহ কোষাধ্যক্ষ),মোঃ ইমরান খান,মোঃ শাহেদ,মোঃ মাঈন উদ্দিন সাগর,মোঃ হামিদ (প্রচার সম্পাদক),মোঃ ইমন,ছৈয়দ আহাম্মদ,মোঃ আবু তালেব,মোঃ এনামুল হক (ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক),মোঃ ইয়ার হোসেন, মোঃ করিম, মোঃ তৈয়ব আলী, মোঃ মিজান, মোঃ নোবেল, রুবেল রানা, মোঃ শওকত আলী, মোঃ শাহিন প্রমুখ।