খোলা বাজার২৪, রোববার, ১০ জুলাই ২০১৬: মস্কো থেকে যুক্তরাষ্ট্রের দুই কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। এর আগে যুক্তরাষ্ট্রও ওয়াশিংটন থেকে দুই রুশ কূটনীতিককে বহিষ্কার করে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি জানান, মস্কো দূতাবাসের কাছে রাশিয়ার এক পুলিশ সদস্য যুক্তরাষ্ট্রের কূটনীতিকের ওপর হামলা চালায় এবং এরপর বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সেরগেই রিয়াবকভ জানান, মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিআইএ) চর হিসেবে কাজ করছিলেন। কূটনৈতিক যে মর্যাদা নিয়ে তারা কর্মরত ছিলেন, তা তাঁদের কর্মকাণ্ডের সঙ্গে বেমানান। বহিষ্কৃত মার্কিন কূটনীতিকদের নাম জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, রাশিয়ার দুই কূটনীতিককে গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে রুশ কূটনীতিকদের নাম উল্লেখ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, রাশিয়ার নিরাপত্তা বাহিনী এবং তদন্ত সংস্থার হাতে মার্কিন গোয়েন্দাদের লাঞ্ছিত হওয়ার হার বেড়েছে। তবে রাশিয়া সব অভিযোগ অস্বীকার করেছে।