খোলা বাজার২৪, রোববার, ১০ জুলাই ২০১৬: কোনো শিক্ষার্থী ১০ দিনের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে তা খোঁজখবর নিতে বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সঙ্গে এ বিষয়ে সরকারকে জানাতে বলেছেন তিনি।
আজ রোববার সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেছেন।
গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হন। এ ছাড়া ছয় জঙ্গি ও দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। নিহত জঙ্গিদের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল বলে জানা যায়। হামলায় অংশ নেওয়া কয়েকজন স্কলাস্টিকা স্কুলের সাবেক শিক্ষার্থী ছিল।
এ ছাড়া ঈদের দিন কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগাহ ময়দানের পাশে জঙ্গি হামলার ঘট্না ঘটে। এতে দুই পুলিশ সদস্য, একজন জঙ্গি ও এক নারী নিহত হন। হামলাকারীদের একজন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন বলেও জানা গেছে।