Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16kখোলা বাজার২৪, রোববার, ১০ জুলাই ২০১৬: ফ্রান্স সফররত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান ফ্রান্সে অবস্থানরত পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সূধীদের সাথে মতবিনিময় করেছে ।

গতকাল প্যারিসের স্থানীয় একটি রেষ্টুরেন্টে মতবিনিময়ের সময় আজম খান বলেন, সত্যিকার অর্থে আধুনিক বাংলাদেশের উন্নয়নের রুপকার পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ। তারঁ শাষনামলে গ্রাম থেকে শহর সমস্ত দেশ জুড়ে উন্নয়নের জোয়ার বয়েছিলো। দেশের মানুষ শান্তিতে এবং নিরাপদে জীবন যাপন করতে পেরেছে ; যা পরবর্তীতে কোন সরকারের আমলেই দেখা যায়নি। গুম, খুন ,লুটপাট এখন বাংলাদেশের নিত্যদিনের চিত্র হয়ে দাড়িয়েছে। যা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য কাম্য নয়।

তিনি বলেন, আমি বিশ্বাস করি আবার যদি জাতীয় পার্টি জনগনের রায়ে ক্ষমতায় আসে দেশের এই সার্বিক পরিস্থিতি মোকাবেলায় জাতীয় পার্টি অগ্রনী ভূমিকা পালন করবে।

এসময় তিনি ফ্রান্স শাখা জাতীয় পার্টির নেতৃবৃন্দকে উদ্যেশ্য করে বলেন, আপনারা প্রবাসে জাতীয় পার্টির ভাবমূর্তি তুলে ধরে বর্হিঃবিশ্বে জাতীয় পার্টিকে একটি শক্তিশালি সংগঠন হিসেবে গড়ে তুলেন। যেন দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয় পার্টির নেতৃত্বে আগামী দিনের সরকার গঠন করে দেশের মানুষের পাশে দাড়াতে পারে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ফ্রান্স শাখার সভাপতি একেএম আলমগীর , সাধারণ সম্পাদক হাবীব খান ঈসমাইল, উপদেষ্ঠা হুমায়ুন কবীর চৌধুরী, সহ সভাপতি ওমর মজুমদার, সহ সভাপতি বাবুল ইসলাম খান, কোষাধক্ষ্য মজিব সরকার, জাতীয় পার্টি নেতা শাহ আলম প্রমূখ।

এছাড়াও আজম খানর বাল্য বন্ধু ফ্রান্স প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আয়েবা এর মহাসচিব কাজী এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।