খোলা বাজার২৪, রোববার, ১০ জুলাই ২০১৬: পাবনা সুজানগর থানা পুলিশ জেহাদী বইসহ ২ জেমএমবি সদস্যকে আটক করেছে। গতকাল রাত ১১টার দিকে সুজানগর উপজেলার পৌর গোকুলপুর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন হাফেজ ওমর ফারুক(২৬) ও খন্দকার সানাউল্লাহ (৩৫) ।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর ইসলাম জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোকুলনগরের একটি বাসায় কয়েকজন অপরিচিত লোক অবস্থান করছে। খবর পেয়ে রাত ১১টার দিকে খন্দকার সানাউল্লাহর বাসায় অভিযান চালিয়ে সানাউল্লাহ ও ওমর ফারুককে আটক করা হয়। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটক ওমর ফারুক সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা গ্রামের সাবান আলী আকন্দের ছেলে। এছাড়া খন্দকার সানাউল্লাহ গোকুলপুর গ্রামের খন্দকার আব্দুল গনির ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরীর উপকরন ও জেহাদী বই উদ্ধার করে। ওসি আরো জানায়, ওই বাড়িতে বহিরাগত ২০/২৫জন অপরিচিত লোক অবস্থান করছিলেন। এদের মধ্যে ৫জনের নাম পরিচয় পাওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে।