খোলা বাজার২৪, রোববার, ১০ জুলাই ২০১৬: গুলশান ও শোলাকিয়ায় ভয়াবহ হামলার প্রেক্ষিতে জঙ্গি নিয়ন্ত্রণে যতটা প্রয়োজন কঠোর হবে সরকার, কারো সমালোচনা শোনা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
প্রধানমন্ত্রী বলেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গিরা পরিকল্পিত হামলা চালিয়েছে। সতর্ক থাকার পরও এই ধরনের ঘটনা ঘটায় একে দুঃখজনক বলে মনে করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একবার জঙ্গিবাদ বপন হলে তা আর রোধ করা যায়না। বিস্তৃত হতেই থাকে। গত কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটলো তা এদেশে প্রথম। প্রত্যেকটা ধর্মের মানুষের উপর যেমন মসজিদ, মন্দির গীর্জা, প্যাগোডায় এর আগে হামলা চালিয়েছে জঙ্গিরা। তারপর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকের উপর হামলা করা হলো।
গুলশান হামলার ঘটনায় নিহতদের সবাই বন্ধুপ্রতীম দেশের নাগরিক। দেশে এই ধরনের ঘটনা অত্যন্ত দু:খজনক। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ভালো কাজ করেছে।
প্রধানমন্ত্রী বলেন, আগে যারা ক্ষমতায় ছিলো তারাই জঙ্গি ও সন্ত্রাসের বিজ বপন করে গেছে। এই জঙ্গি সন্ত্রাস দূর করতে সময় লাগতে পারে। কিন্তু সরকার তা নির্মূলে সব কিছুই করবে বলে জানান তিনি।
গোয়েন্দা সংস্থা জঙ্গিদের খুঁজে বের করছে বলেও জানান প্রধানমন্ত্রী।