Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ershad-rangpur-nbsখোলা বাজার২৪, রোববার, ১০ জুলাই ২০১৬: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থানের অভাবে তরুণরা বিপথগামী হচ্ছে। বিদেশীদের হত্যার মাধ্যমে গার্মেন্টসসহ অর্থনীতিতে বিরূপ প্রভাবের আশংকা করে এরশাদ বলেছেন, ভবিষ্যতে নিরাপত্তার কারণে বিদেশী বিনিয়োগকারীরা আমাদের দেশে না এসে অন্য দেশে যেতে পারে। সন্ত্রাস প্রতিহত করার যুদ্ধে সকল দলকে নিয়ে সরকার কিভাবে এর মোকাবেলা করে এখন সেটি বড় প্রশ্ন বলে মনে করেন এরশাদ।

আজ রোববার ৩ দিনের সফরে রংপুরে এসে পল্লী নিবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় জেলা জাতীয় পার্টির আহবায়ক মোফাজ্জল হোসেন,সদস্য সচিব মকবুল হোসেন শাহরিয়ার আসিফ,মহানগর আহবায়ক মোস্তাফিজার রহমান,সদস্য সচিব এসএম ইয়াসিরসহ কেন্দ্রিয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরশাদ আরো বলেন, দেশে কোন মানুষই ভালো নেই,সকল মানুষই নিরাপত্তাহীনতায় ভূগছে। গুলশান ট্রাজেডির কথা উল্লেখ করে বলেন, কূটনৈতিক পাড়ায় কঠোর নিরাপত্তা ভেদ করে কয়েকজন যুবক এত অস্ত্র নিয়ে দেশী বিদেশী অনেক লোকের প্রাণহানী ঘটালো জাতি হিসেবে যা খুবই দুঃখজনক ও লজ্জা জনক। এতবড় ঘটনায় গোয়েন্দারা কোন কার্যকরী পদক্ষেপ নিতে না পারায় সরকার ও গোয়েন্দা বিভাগের ব্যার্থতাকে দায়ী করেন এরশাদ। এজন্য তিনি সরকার প্রধান প্রধানমন্ত্রীকে গোয়েন্দা কার্যক্রম জোরদার করার আহবান জানান।