খোলা বাজার২৪, রোববার, ১০ জুলাই ২০১৬: মুন্সীগঞ্জ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে জঙ্গি হামলার কারণে পদ্মা সেতুর সাথে সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পদ্মা সেতুর কাজের কোন রকম ব্যাঘাত ঘটবেনা। এই পর্যন্ত পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৩৬ শতাংশ সম্পন্ন হয়েছে। পাশাপাশি ১৮ টি পাইলিংয়ের কাজও শেষ হয়েছে।
রোববার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় বি আর টি এর বাস, ট্রাক ও মোটর যানের উপর অভিযান পরিচালনা পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে তিনি একথা বলেন। এছাড়া মন্ত্রী আরো বলেন, জাইকা চেয়ারম্যানকেও তাদের সকলের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। গুলশানের হামলায় জাপানি ৭ কনসালটেন্ট এর মধ্যে ৬ জন নিহত ও একজন আহত হয়েছেন। সরকারকে বেকায়দায় ফেলতে এসব ঘটনা ঘটানো হচ্ছে।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবাশিষ নাথ। এবং অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার সামসুজ্জামান বাবু। দেবাশিষ নাথ জানান,সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন ধাচের ২২টা যানবাহনের উপর মামলা রুজু করা হয় এবং এসব বাহনের মালিকদের ১১ হাজর ১শত টাকা জরিমানা করা হয়। সারাদেশ ব্যাপী এই অভিযান চলবে বলেও জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট।