Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25খোলা বাজার২৪, রোববার, ১০ জুলাই ২০১৬: রিমন পালিত ,বান্দরবান : বান্দরবানে জেএসএস কর্তৃক খুন, গুম, হত্যা, চাঁদাবাজিসহ সকল প্রকার অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে তারাছা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরির্বা।

রবিবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৫০টি পরিবারের সদস্যরা এ মানববন্ধন করে।

বক্তব্যে তারা বলেন, গত ৫ই জুলাই পাহাড়ী সংগঠন জেএসএস সমর্থিত নেতারা তাদের কাছ থেকে চাঁদা চাইলে একসময় পাড়াবাসীর সাথে তাদের সংঘর্ষ হলে দুইজন চাঁদাবাজ আহত হয়।

তখন থেকে পাড়াবাসীরা প্রাণ ভয়ে পাড়া ছেড়ে বান্দরবানের বিভিন্ন হোটেলে অবস্থান করার পরও বিভিন্ন ভাবে তাদেরকে হত্যার হুমকি প্রদান করা হচ্ছে। এসময় পাড়াবাসীরা জেএসএস কর্তৃক খুন, গুম, হত্যা, চাঁদাবাজিসহ সকল প্রকার অন্যায় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে সহায়তা কামনা করছেন।
মানববন্ধনে তারা জামছড়ি এলাকা থেকে অপহৃত মংপু মারমারও মুক্তির দাবী জানান। মানববন্ধনে রোয়াংছড়ি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান হ্লা থোয়াইহ্রী মার্মা, তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াই চিং মার্মা, কুহালং ইউপি মহিলা মেম্বার আনুমা মার্মাসহ পাড়াবাসীরা উপস্থিত ছিল।
…………………….