Wed. Aug 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, রোববার, ১০ জুলাই ২০১৬: শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন সবুজবাগ এলাকায় জঙ্গি হামলায় আটক দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ সামসুদ্দীন বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন।
মামলায় নাম উল্লেখকৃত আসামিরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকার আব্দুল হাইয়ের ছেলে তরিকুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম (২২) ও কিশোরগঞ্জ সদরের পশ্চিম তারাপাশা এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহিদুল হক তানিম (২৪)।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাস দমন আইন/০৯ (সংশোধনী)/১৪ এর ৬ (২)/ ৮/৯/১০/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। এতে আটক দু’জনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ১৪ তারিখ: ১০-০৭-২০১৬।
বৃহস্পতিবার (৭ জুলাই) ঈদের দিন সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া ঈদগাহ মাঠের দেড়শ গজ পশ্চিমে আজিমুদ্দিনি উচ্চবিদ্যালয়ের মোড়ে পুলিশের তল্লাশি পয়েন্টে জঙ্গিরা অতর্কিতে গুলি ও বোমা হামলা চালায়। এ সময় নিহত হন জহিরুল ইসলাম ও আনসারুল নামে দুই পুলিশ সদস্য। এসময় দু’পক্ষের গোলাগুলিতে নিহত হয় এক জঙ্গি ও ঝর্ণা রানী নামে এক গৃহবধূ।
মামলায় আসামির তালিকা থেকে নিহত জঙ্গি আবির রহমানের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি কুমিল্লা দেবীদ্বার ত্রিবিদ্যার অধিবাসী। পুলিশের সঙ্গে গোলাগুলির সময় তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

অন্যরকম