Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, রোববার, ১০ জুলাই ২০১৬: শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন সবুজবাগ এলাকায় জঙ্গি হামলায় আটক দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ সামসুদ্দীন বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন।
মামলায় নাম উল্লেখকৃত আসামিরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকার আব্দুল হাইয়ের ছেলে তরিকুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম (২২) ও কিশোরগঞ্জ সদরের পশ্চিম তারাপাশা এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহিদুল হক তানিম (২৪)।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাস দমন আইন/০৯ (সংশোধনী)/১৪ এর ৬ (২)/ ৮/৯/১০/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। এতে আটক দু’জনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ১৪ তারিখ: ১০-০৭-২০১৬।
বৃহস্পতিবার (৭ জুলাই) ঈদের দিন সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া ঈদগাহ মাঠের দেড়শ গজ পশ্চিমে আজিমুদ্দিনি উচ্চবিদ্যালয়ের মোড়ে পুলিশের তল্লাশি পয়েন্টে জঙ্গিরা অতর্কিতে গুলি ও বোমা হামলা চালায়। এ সময় নিহত হন জহিরুল ইসলাম ও আনসারুল নামে দুই পুলিশ সদস্য। এসময় দু’পক্ষের গোলাগুলিতে নিহত হয় এক জঙ্গি ও ঝর্ণা রানী নামে এক গৃহবধূ।
মামলায় আসামির তালিকা থেকে নিহত জঙ্গি আবির রহমানের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি কুমিল্লা দেবীদ্বার ত্রিবিদ্যার অধিবাসী। পুলিশের সঙ্গে গোলাগুলির সময় তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।