Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪, রোববার, ১০ জুলাই ২০১৬: সামনের বছর যুক্তরাজ্যের হুল শহরে শিল্প প্রদর্শনী উপলক্ষে ৩ হাজারের বেশি মানুষ নগ্ন হয়ে নীল রং মেখে ছবি তুলেছেন।
বিবিসির খবরে বলা হয়, হুল সিটি কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যের সবচেয়ে বড় মঞ্চায়িত এই শিল্পকর্মের নাম দেওয়া হয়েছে ‘সি অফ হুল’ নামে। এই ছবিগুলো দেখানো হবে ২০১৭ সালে যুক্তরাজ্যের সিটি অফ কালচার ইভেন্টে।
কাজের সহায়তার জন্য হাজার হাজার স্বেচ্ছাসেবী একত্রিত হয় ভোরে। নীল রং মেখে দেওয়া হয় তাদের সমস্ত শরীরে। এতগুলো ‘নীল মানুষ ‘ একসঙ্গে দেখে সাগরের পানি বলে কারও ভুলও হতে পারে। বিভিন্ন লোকেশনে তারা ছবিগুলো তুলে যেগুলোর মধ্যে অন্যতম, রাণীর বাগান, গুল্ডহল এবং স্কেল লেন সুইং ব্রিজে। প্রায় ৪ ঘণ্টা ধরে এই ছবিগুলো তুলেন চিত্রশিল্পীরা।
ব্রাসেল থেকে আসা ৮০ বছর বয়স্ক একজন স্বেচ্ছাসেবী স্টিফানি জেনসেন এর আগেও এ ধরনের ২০টি অনুষ্ঠানের জন্য এসেছিলেন।
তিনি বলেন, ‘এটা প্রকৃত অর্থেই ছিল চরম। এটা ছিল সুন্দর, আমরা ছিলাম রংয়ের দল। সবাই সমান ছিল। কোনো জাতি, লিঙ্গ বৈষম্য এসব কিছুই ছিল না। মানে সবাই ছিল সমান, নগ্নৃএবং এটাই আমি ভালবাসি।’