Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

মেহেরপুরে বোমা ও লিফলেট উদ্ধার খোলা বাজার২৪, সোমবার, ১১ জুলাই ২০১৬: মেহেরপুর শহরের কোর্ট রোডে অবস্থিত জেলা আইনজীবি সমিতির ভবনের সিঁড়ির নীচ থেকে তিনটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

আজ সকাল সাড়ে দশটার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়। এ সময় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নামে ১শ’ পিচ লিফলেট উদ্ধার করেছে পুলিশ। আতংক সৃষ্টির লক্ষ্যে এগুলো রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে লিফলেটে কি লেখা রয়েছে তা কাউকে পড়তে দেয়নি পুলিশ।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, সকালে কয়েকজন আইনজীবি অফিসে ঢুকতে গিয়ে দোতলা ভবনের প্রথম তলার সিড়ির নীচে কয়েকটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে বোমাগুলো উদ্ধার করে পুলিশ। কি কারণে কারা বোমাগুলো এখানে কেন রাখা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহম্মেদ বিজন জানান, বিষয়টি নিয়ে আইনজীবিদের মাঝে ভীতি সৃষ্টি হয়েছে। বিরাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে সত্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেফতারের দাবি জানান তিনি।