খোলা বাজার২৪, সোমবার, ১১ জুলাই ২০১৬: চট্টগ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর এলাকা থেকে মিজানুর রহমান ওরফে মিশু (২২) নামের ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয় বলে ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।
মিজানুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি মোহাম্মদ নগর চার নম্বর রোডের বাসিন্দা প্রবাসী আব্দুল মোনাফের ছেলে।
ওসি মহসিন বলেন, মিজানুরের মা ওই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। স্কুলছাত্রীটি তার মার কাছে প্রাইভেট পড়ত।
“পূর্ব পরিচয়ের সূত্র ধরে রোববার সকালে ওই ছাত্রীকে মিজানুর ওই স্কুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।”
অভিযোগের বরাত দিয়ে তিনি জানান, ধর্ষণের পর মিজানুর ওই ছাত্রীকে তার এক বান্ধবীর বাসায় রেখে আসেন।
মেয়েকে খুঁজে পাওয়ার পর তার কাছ থেকে ঘটনা শুনে রাতে তার মা থানায় মামলা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।