খোলা বাজার২৪, সোমবার, ১১ জুলাই ২০১৬: নাটোর: নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে পানিতে ডুবে সিয়াম নামের দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সিয়াম ঐ গ্রামের শিমুল আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিশু সিয়াম খেলার ছলে সকলের অজান্তে হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে তাকে বাড়িতে না পেয়ে খোজা খুজি করতে থাকে। এর এক পর্যায়ে পাশের ডোবা থেকে পরিবারের সদস্যরা ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।