খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬: চট্টগ্রাম মহানগরী অঞ্চলের সাম্প্রদায়িক রাজনীতি বিরোধী আন্দোলন সংগ্রামে সোচ্চার, প্রগতিশীল রাজনীতির দক্ষ ও মেধাবী সংগঠক, সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের আপ্যায়ন বিষয়ক সম্পাদক নগর ছাত্রলীগের সহ-সভাপতি নোমান চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে ঈদের তৃতীয় দিন বাঁশখালী সাধনপুরের তার গ্রামের বাড়িতে ঘুমন্ত অবস্থায় জামায়াত শিবিরের দুস্কৃতিকারীরা অতর্কিত হামলা চালিয়ে তার বসতঘরে পেট্রোল জ্বালিয়ে আগুন ধরিয় হত্যা প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর।
এ সংক্রান্তে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এক যৌথ বিবৃতিতে বলেন নোমান চৌধুরীর সাম্প্রদায়িক বিরোধী রাজনীতিতে একাগ্রতা ও জামাত শিবিরের অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার অংশগ্রহণ সকলের কাছে প্রশংসামুখ। সাম্প্রতিক চট্টগ্রাম মহানগরে শিবির মুক্ত ক্যাম্পাসের দাবীতে চলমান তীব্র আন্দোলন সংগ্রামে নোমান চৌধুরী ব্যাপক ভূমিকা রাখে।
এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতির প্রতিবাদে অংশ নেয়া দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থেকে নোমান চৌধুরী বলিষ্ট ভূমিকা পালন করেন। এসব বলিষ্ট প্রতিবাদী রাজনীতিতে অংশগ্রহণ করার ফলে নোমান চৌধুরীর বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের অপশক্তি রাজনৈতিক প্রতিহিংসা পোষণ করে রবিবার মধ্যরাতে পবিত্র ঈদ পালন উপলক্ষে গ্রামের বাড়ীতে অবস্থান কালে তাকে হত্যার প্রচেষ্টা চালায়। আমরা এ অপরাজনীতির তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
যৌথ বিবৃতিতে নগর ছাত্রলীগের দুই শীর্ষ নেতা এ সময় জেলা পুলিশের দায়িত্বে থাকা উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন-বাংলাদেশ ছাত্রলীগ, জননেত্রী শেখ হাসিনার প্রধান ভ্যানগার্ড। এ দেশের অপরাজনীতি, জঙ্গীবাদ এবং উগ্র-সাম্প্রদায়িক মতবাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ নিজের জীবনের মায়া ত্যাগ করে বর্তমানে ভূমিকা রাখছে। ছাত্রলীগ নিজেদের দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষার সার্থে কঠিন শপথ নিয়ে রাজপথে আছে। সুতরাং এমতাবস্থায় ছাত্রলীগ নিজের প্রাণের মায়া করে না। ছাত্রলীগ দেশ ও জাতির স্বার্থে প্রাণপণে রাজপথে থাকার সময়টুকুতে ছাত্রলীগের নেতাকর্মীদের পরিবারের উপর হামলা হবে, বসবাসকৃত ঘরে আগুনে জ্বালিয়ে দিবে আর স্থানীয় আইনশৃঙ্খলা প্রশাসন নীরব ভূমিকা পালন করবে এ বিষয়টি দুঃখজনক। আমরা এদেশের বিচার ব্যবস্থা ও আইনব্যবস্থার প্রতি আস্থা রাখতে চাই বলে বাঁশখালীতে নোমান চৌধুরীর উপর হিংসাত্মক এ অপরাজনীতিতে জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখামুখি করার জোর দাবী জানাই।