Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬: নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশে জাতীয় অনুষ্ঠান বাতিল করলো ফ্রান্স দূতাবাস। আগামী ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবস। দিনটি উদযাপনে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। কিন্তু সাম্প্রতিক জঙ্গি হামলার পরে সেই অনুষ্ঠান বাতিল করেছে দূতাবাসটি। এমন তথ্যই জানিয়েছে কূটনৈতিক সূত্র।
দিনটিতে রাষ্ট্রীয় ছুটি থাকায় বাংলাদেশেও ফ্রান্স দূতাবাসটি বন্ধ থাকবে আগামী ১৪ জুলাই।
প্রতিটি রাষ্ট্রের জাতীয় দিবসটি বিশেষভাবে নিজ দেশের পাশাপাশি বিদেশে থাকা দূতাবাস ও মিশনগুলো পালন করে। এদনিগুলোতে দূতাবাসগুলো অন্যান্য দেশের কূটনীতিক, দেশের শীর্ষ রাজনৈতিক ব্যাক্তিদের, সুশিল সমাজের প্রতিনিধি ও দেশের গণ্যমান্য ব্যাক্তিদের দাওয়াত দিয়ে থাকে। এসব অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে ভিভিআইপিদের অনানুষ্ঠানিক মেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, জাতীয় দিবস উপদযাপনে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসও সেই রকমই উদ্যোগ নিয়েছিলো। কিন্ত সম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত জঙ্গি হামলার পরে নিরাপত্তা ঝুঁকির কারণে সেই অনুষ্ঠান বাতিল করেছে দূতাবাসটি।
প্রসঙ্গত, গত ১ জুলাই ঢাকার অভিজাত ও কূটনৈতিক এলাকা গুলশানের আর্টিজান নামক রেস্তোরাঁয় হামলা করেছে জঙ্গিরা। এ হামলায় ইতালী, জাপান, ভারত ও আমেরিকার নাগরিকসহ ২৮ জন নিহত হয়েছে। বিদেশি নাগরিক নিহত হয়েছেন ১৭ জন। বাকিরা বাংলাদেশি নাগরিক ও হামলাকারি। নিহতদের মধ্যে রয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। হামলার দায় স্বীকার করে বার্তা দিয়েছিলো আইএস। হামলার শুরু থেকে পরেরদিন ভোর পর্যন্ত তাদের দেওয়া তথ্যই অনেকটা হুবহু মিলে যায়।
উদ্ধার অভিযানে হামলাকারী জঙ্গিদের সবাই নিহত হয়। এর রেশ না কাটতেই গত ৭ জুলাই ঈদের দিন শোলাকিয়ায় ঘটে আরেক হামলা। যদিও শোলাকিয়ার হামলার পূর্বে আইএস ভিডিও বার্তায় বলেছিলো, ভবিষ্যতে বাংলাদেশে এধরনের হামলা আরো হবে। এরপর বাংলাদেশে থাকা বিদেশি দূতাবাসগুলো তাদের নাগরিকদের চলাচলে সতর্ক হতে বলে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের নাগরিকদের বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করে। বাংলাদেশে অবস্থিত বিদেশি নাগরিকরা তাদের সকল কর্মসূচি বাতিল করে।
এমন পরিস্থিতিতে ফ্রান্স দূতাবাসের জাতীয় দিবসের অনুষ্ঠান বাতিল বিদেশি নাগরিকদের নতুন করে ভাবিয়ে তুলবে বলেই মনে করছে বিশ্লেষকরা।