খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬: অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাত পৌনে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে তিনি সিডনি থেকে ফেরেন বলে জানিয়েছেন বিএনপিরসহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি।
গত ৫ জুলাই রাতে ফখরুল সিডনির পথে ঢাকা ছেড়েছিলেন। সেখানে বড় মেয়ে অধ্যাপক মির্জা সামারুহর সঙ্গে ঈদ উদযাপন করেন ফখরুল ও রাহাত আরা।
সামারুহ সিডনিতে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।