Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আদালত প্রাঙ্গণে এক বন্দির গুলিতে আইন প্রয়োগকারী সংস্থার দুই কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। আইন প্রয়োগকারী সংস্থার অন্য কর্মকর্তাদের গুলিতে ওই বন্দিও নিহত হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
সোমবার শিকাগো থেকে ১৬০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত অবকাশযাপন শহর সেন্ট জোসেফে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিহত এই দুই কর্মকর্তা আদালতে নিরাপত্তা দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। যুক্তরাষ্ট্রে আদালতে নিয়োজিত এসব নিরাপত্তা কর্মকর্তাকে বেইলিফ বলা হয়।
বেরিয়েন কাউন্টির শেরিফ পল বেইলি জানান, আদালত প্রাঙ্গণে নিয়ে যাওয়ার সময় ওই বন্দি দুই কর্মকর্তার সঙ্গে ধস্তাধস্তি করেন এবং তাদের বন্দুক কেড়ে নিয়ে গুলি ছোড়েন। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজন নিরাপদ আশ্রয়ে ছুটে যান। গুলিতে দুই বেইলিফ কর্মকর্তা নিহত হন। এ সময় আহত হন এক শেরিফসহ দুজন। আদালতে উপস্থিত আইন প্রয়োগকারী সংস্থার অন্য কর্মকর্তারা এ সময় ওই বন্দিকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।