Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬: ময়মনসিংহের সংসদ সদস্য (এমপি) এমএ হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করতে (ফরমাল চার্জ দাখিল) প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আদালত। মঙ্গলবার সকালে এই নির্দেশ দেওয়া হয়।
এর আগে, সোমবার হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, নির্যাতন, গুম, লুটপাট ও অগ্নিসংযোগের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ২৮ জুলাই থেকে এ বছরের ১১ জুলাই পর্যন্ত এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলে। এখন এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। এর ভিত্তিতে মঙ্গলবার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) তৈরি করে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এমএ হান্নানসহ তিনজনের বিরুদ্ধে রহিমা খাতুন নামে এক শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী গত বছর মামলাটি করেন। এমএ হান্নানসহ (৮০) এই মামলার পাঁচ আসামি বর্তমানে কারাগারে আছেন। অন্য চারজন হলেন এম এ হান্নানের ছেলে রফিক সাজ্জাদ (৬২), ডা. খন্দকার গোলাম সাব্বির আহমদ (৬৪), মিজানুর রহমান মিন্টু (৬৩) ও মো. হরমুজ আলী (৭৩)। পলাতক তিন আসামি হলেন ফখরুজ্জামান (৬১), আব্দুস সাত্তার (৬৪) ও খন্দকার গোলাম রব্বানী (৬৩)।
গত বছরের ১ অক্টোবর প্রসিকিউশনের আবেদনক্রমে এ মামলার আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পরে ওইদিনই ঢাকায় গ্রেফতার হন এমএ হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদ। ময়মনসিংহ সদর ও ত্রিশালে গ্রেফতার হন বাকি তিনজন।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, এসব অপরাধীর অপরাধ এলাকা ছিল ময়মনসিংহ ডাক বাংলো, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ও নিজ এলাকা।